এ বছর বিদেশ গেছেন ৫৫ হাজার নারী কর্মী, ফেরত এসেছেন ৩৬৯

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, এ বছর ৫৫ হাজার ১৪৯ জন নারী কর্মী বিদেশ গেছেন। এ সময়ে বিভিন্ন সমস্যার কারণে ফেরত আসা কর্মীর সংখ্যা ৩৬৯ জন।
আজ সোমবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য সেলিম উদ্দীনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সংরক্ষিত নারী আসনের সানজিদা খানমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী পাঠানো হয়। চলতি বছরের মে পর্যন্ত ৩ লাখ ৪৭ হাজার ২৭ জন কর্মী পাঠানো হয়েছে। বর্তমান সরকারের দুই মেয়াদে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময়ে বিভিন্ন দেশে ৩০ লাখ ৯৪ হাজার ৮৪৮ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছে।
সরকারি দলের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে ৫ হাজার ৩৫ জন বাংলাদেশি কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের কারাগারে রয়েছেন ৯৭৬ জন। সংযুক্ত আরব আমিরাতে ৮৫১ জন, মালয়েশিয়ায় ৮১০ জন, ওমানে ৪৭৮ জন, জর্ডানে ৮৫ জন, লিবিয়ায় ২৯ জন, থাইল্যান্ডে ৫ জন, মরিশাস ৬ জন, সিঙ্গাপুরে ৮৭ জন, জাপানে ২৭ জন, ইতালিতে ১৩৭ জন, হংকংয়ে ৯১ জন, দক্ষিণ কোরিয়ায় ২৩ জন, ইরাকে ৯৭ জন, কুয়েতে ৩৮৪ জন, গ্রিসে ১৪৬ জন, বাহরাইনে ৪৩৮ জন, ব্রুনাইয়ে ১০ জন, মালদ্বীপে ১১৩ জন, মিসরে ৪ জন এবং কাতারে ২৩৮ জন বাংলাদেশি কর্মী কারাবন্দী রয়েছেন।
সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ২১টি মিশনে বাণিজ্যিক উইং রয়েছে। এর মধ্যে নয়টি মিশনে চলতি ২০১৭-২০১৮ অর্থবছরের প্রথম চার মসের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।