প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল পথচারীর

রাজধানীর মহাখালী উড়ালসড়কের মুখে মঙ্গলবার রাতে প্রাইভেট কারের চাপায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা উড়ালসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

কাফরুল থানার পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে মহাখালী উড়ালসড়কে ওঠার মুখে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার ওই পথচারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় পুলিশ যান চলাচল বন্ধ করে দিলে উড়ালসড়কের নিচের সড়কে যানজট দেখা দেয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন রাতে প্রথম আলোকে বলেন, পথচারীকে চাপা দিয়ে প্রাইভেট কারটি পালিয়ে যায়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর পর উড়ালসড়কে খুলে দেওয়া হয়। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়।