৮৩ শতাংশ দর্শক বিটিভি দেখেন

বিটিভি
বিটিভি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, দেশের ৮৩ শতাংশ দর্শক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সাংসদ আব্দুল মতিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশন চালু হওয়ায় বিটিভির জনপ্রিয়তা কমে যাওয়ার কোনো কারণ নেই। এখন পর্যন্ত বিটিভি দর্শকদের কাছে সবচেয়ে সমাদৃত চ্যানেল। অন্য যেকোনো সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী, দর্শকনন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। পুরোনো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনেকগুলো অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এতে জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে।

ডিসেম্বরে শতভাগ গ্রামে বিদ্যুৎ
সরকারি দলের সাংসদ মুজিব রহমানের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বর্তমানে ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ গ্রামে বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।

সংরক্ষিত আসনের সফুরা বেগমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে বিদ্যুৎ বিতরণ লাইনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার কিলোমিটার, সঞ্চালন লাইনের

 পরিমাণ ১১ হাজার ৬০ কিলোমিটার, গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা ৩৫ হাজার ৪০ এমভিএ।