নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে: ফখরুল

জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের একাংশের আয়োজনে ‘সংবাদপত্রের কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বক্তারা। ঢাকা, ২১ জুন। ছবি: ফোকাস বাংলা
জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের একাংশের আয়োজনে ‘সংবাদপত্রের কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বক্তারা। ঢাকা, ২১ জুন। ছবি: ফোকাস বাংলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিএনপিকে বাদ নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা করছে। এ জন্যই আওয়ামী লীগ একতরফাভাবে ‘নির্বাচনকালীন সরকার’ গঠনের কথা বলছে

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। সাংবাদিকদের দুটি সংগঠন বিএফইউজে ও ডিইউজের একাংশের আয়োজনে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিয়ে গিয়ে মির্জা ফখরুল এ কথা বলেন। গতকাল বুধবার কাদের বলেন, অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে। এই সরকারের আকার হবে ছোট। নির্বাচনের সময় সেই সরকার কেবল ‘রুটিন ওয়ার্ক’ করবে।

বিএনপির মহাসচিব বলেন, সরকার চায় না বিএনপি নির্বাচনে আসুক। কয়েকটি দল নিয়ে তারা নির্বাচন করতে চায় নিজেদের মতো করে। তিনি বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যেতে চায়। সেটা নির্বাচনের মতো হতে হবে। একটি দল ক্ষমতায় থাকবে। দলীয়রা প্রধান হেলিকপ্টারে চড়ে ঘুরে ঘুরে বেড়াবেন। বিরোধী দলকে কথা বলতে দেবেন না, ধরে ধরে জেলে দেবেন। সে ক্ষেত্রে তো নির্বাচন হবে না।

মির্জা ফখরুল সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরির কথা বলেন। তিনি বলেন, নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। তার আগে সংসদ ভেঙে দিতে হবে। সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। এরও আগের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।