'এ সমস্ত আজেবাজে কথা নিয়ে আলোচনা করাটাই সময় নষ্ট করা'

এইচ টি ইমাম
এইচ টি ইমাম

নির্বাচন ঘিরে এক-এগারোর কুশীলবদের ষড়যন্ত্র নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। 

এক-এগারোর কুশীলবদের আবার সক্রিয় হওয়া প্রসঙ্গে দলের নেতাদের দেওয়া বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ আছে কি না, জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আজ দুপুরে সাংবাদিকদের বলেছেন, ‘এ সমস্ত একেবারে ভিত্তিহীন, অমূলক। এ সমস্ত আজেবাজে কথা নিয়ে আলোচনা করাটাই আমি মনে করি সময় নষ্ট করা।’

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে প্রচার উপকমিটির বৈঠকের সময় সাংবাদিকদের এ কথা বলেন এইচ টি ইমাম। তবে তাঁর পাশে থাকা দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘ওয়ান-ইলেভেনের কুশীলবরা যে সক্রিয়, তা দৃশ্যমান। এখন বিএনপির মিটিংয়ে বদরুদ্দোজা চৌধুরী যায়। ড. কামাল হোসেন সাহেবরা তাঁর প্রতি সহানুভূতি জানায়। এরা তো ওয়ান-ইলেভেনের কুশীলব। বিএনপির রাজনীতি সব সময় ষড়যন্ত্রের, তারা ষড়যন্ত্রের চেষ্টা সব সময় করে আসছে, এখনো করছে।’

এর আগে ১৯ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নির্বাচন ঘিরে ওয়ান-ইলেভেনের কুশীলবদের নিয়ে বিএনপি এবার সক্রিয়। তারা ষড়যন্ত্র করছে। তারা মনে করছে আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ প্রতিহত করবে।’

গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘তাদের (বিএনপি) যে প্রার্থী, তিনি তো নড়াচড়াই করতে পারেন না। তিনি উঠে দাঁড়াতে পারেন না। এই জিনিসটা তো সাধারণ মানুষের চোখে পড়ে। সেখানে কাউকে গ্রেপ্তার করার, কাউকে হয়রানি করার কোনো রকম প্রশ্নই ওঠে না। এগুলোর আমরা কিছুই করছি না। এগুলো সব অপপ্রচার।’

গাজীপুরের নির্বাচনের বিষয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি (তারা) গাজীপুরে পরাজয় আঁচ করতে পেরে মনগড়া অভিযোগ উপস্থাপন করছে, যাতে পরাজিত হওয়ার পর কিছু কথা বলতে পারে।

প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপকমিটির সদস্য সুভাষ সিংহ রায়, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ।