কুড়িগ্রামে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রামে চতুর্থ শ্রেণির ছাত্র মহন্ত রবি দাসকে হত্যার দায়ে তাঁর চাচি বেলী রানী দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম দায়রা জজ আদালতের বিচারক মো. আখতার-উল-আলম এ রায় দেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৪ সালের ২০ এপ্রিল মহন্ত রবি দাস কুড়িগ্রাম শহরের গোরস্থান পাড়ার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবারের লোকজন জানতে পারে, মহন্তর চাচি বেলী রানী দাস তাকে নিয়ে গেছে। ২১ এপ্রিল সকাল সাড়ে আটটার দিকে পাশের হরিকেশ গ্রামের একটি ধানখেত থেকে গলায় ও শরীরে ক্ষত অবস্থায় মহন্তের লাশ উদ্ধার করা হয়। সেদিন মহন্ত রবি দাসের বড় ভাই পরেশ রবি দাস বাদী হয়ে বেলী রানী দাসকে আসামি করে হত্যা মামলা করেন।

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মুহা. ফখরুল ইসলাম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আব্রাহাম লিংকন।