ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশে সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুল কাইয়ুম (২৮)। তিনি মনাকষা ইউনিয়নের চৌকা মনাকষা গ্রামের বাসিন্দা।

এ ছাড়া এই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন একই গ্রামের ফিরোজ (২৮) নামের আরেক যুবক।

পুলিশের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ও হুন্ডি ব্যবসায়ী ফিরোজ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর নিহত আব্দুল কাইয়ুম ফিরোজের সহযোগী ছিলেন।

পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ফিরোজকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালান ফিরোজ। তাঁর সঙ্গে ছিল সহযোগী কাইয়ুম। পুলিশ পাল্টা গুলি চালালে এ দুজনের পায়ে গুলি লাগে। তাঁদের রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে সকাল সাড়ে সাতটার দিকে কাইয়ুম মারা যান। তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা এখনো জানা যায়নি।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তুল, চারটি গুলি, একটি গুলির খোসা ও ম্যাগাজিন, ২০০ গ্রাম হেরোইন ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশে মাদকবিরোধী অভিযানে আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে।