পুলিশের ১১ কর্মকর্তার বদলি-পদোন্নতি

পুলিশের নয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শককে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দুজন ডিআইজিকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বদলি ও পদোন্নতি–সংক্রান্ত আদেশ জারি করা হয়।

ডিআইজি পদে চলতি দায়িত্ব পাওয়া পুলিশ কর্মকর্তার হলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলম, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরী , ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় ও মো. আবদুল বাতেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, এ কে এম হাফিজ আক্তার ও খ. মহিদ উদ্দিন। এর মধ্যে বশির আহম্মদকে পুলিশ অধিদপ্তরের টিআর পদে, মো. আনোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরে এবং এ কে এম হাফিজ আক্তারকে রাজশাহী মহানগর পুলিশে বদলি করা হয়েছে। 

সিআইডির ডিআইজি মো. লুৎফর রহমান মণ্ডলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) মল্লিক ফখরুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।