সখীপুরে এক পরিবারের ১০ জন অচেতন, হাসপাতালে

সখীপুরে এক বাড়িতে অচেতন হয়ে পড়া ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সখীপুর, টাঙ্গাইল, ৬ জুলাই। ছবি: ইকবাল গফুর
সখীপুরে এক বাড়িতে অচেতন হয়ে পড়া ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সখীপুর, টাঙ্গাইল, ৬ জুলাই। ছবি: ইকবাল গফুর

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক বাড়িতে ১০ জন অচেতন হয়ে পড়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

অচেতন হওয়া ব্যক্তিরা হলেন সখীপুর প্রতিমা বংকী আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দিন তালুকদার (৫০), তাঁর স্ত্রী আনোয়ার হোসেন তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনা পারভিন (৪০), তাঁদের দুই সন্তান মিরাজ তালুকদার (১৪) ও মেরিনা তালুকদার (৭), মিনহাজের শ্যালক জুয়েল আহমেদ (৩৫), গৃহকর্মী সখিনা বেগম (৪০), ভাবি বছিরন নেছা (৪০), ভাতিজা সবুজ তালুকদার (২৮), সবুজের স্ত্রী সুপ্তি আক্তার (১৮) ও সবুজের বোন সাথি তালুকদার (২৫)।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামছুল আলম বলেন, ‘তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হয়তো কোনো দুষ্টচক্র বিশেষ উদ্দেশ্যে তাঁদের নেশাজাতীয় কিছু খাইয়েছে।’

মিনহাজ উদ্দিন তালুকদারের ভাতিজা জাহাঙ্গীর তালুকদার বলেন, সকালের দিকে দুজন নারী পাশের বাড়ির মেহমান দাবি করে ওই ঘরে ঢুকে গান শোনেন। ধারণা করা হচ্ছে, তাঁদের মাধ্যমে ওই বাড়িতে নেশাজাতীয় কিছু স্প্রে করে দেওয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহীন আলী বলেন, ‘ঘটনাটি শুনেছি। ১০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’