নাটোরে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওসমান গণি (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের ভাষ্য, নিহত ওসমান মাদক ব্যবসায়ী ছিলেন।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের বাহিমালি এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ওসমান উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল গ্রামের মনছুর আলীর ছেলে।

র‍্যাবের ভাষ্য, এ ঘটনায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের ভাষ্য, তাদের একটি দল গত রাতে বড়াইগ্রাম উপজেলার বাহিমালী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা একদল সন্দেহভাজন লোককে সেখানে ঘোরাঘুরি করতে দেখে। চ্যালেঞ্জ করলে তারা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়।

র‍্যাব বলছে, এ ঘটনায় র‍্যাবের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনজুর আহমেদ ও কনস্টেবল এনামুল হক আহত হয়েছেন।