দূষণ ও দখলের কবলে বুড়িগঙ্গা

>থেমে নেই বুড়িগঙ্গা দূষণ ও দখল। গাবতলী বেড়িবাঁধ এলাকার আদাবর স্লুইসগেট-সংলগ্ন নদীতে ফেলা হয় বর্জ্য। নদীর সঙ্গে যুক্ত খাল অস্তিত্ব হারাতে বসেছে। দুর্গন্ধযুক্ত কালো কুচকুচে পানিতে ভাসে গৃহস্থালি ও কারখানার বর্জ্য। নদীর সীমানা পিলার থেকে অনেক ভেতরে স্থাপন করা হয়েছে বিভিন্ন স্থাপনা। সেসব স্থাপনার গায় টাঙিয়ে দেওয়া হয়েছে জমির কথিত মালিকের নামও। এরপরও এসব দেখার যেন কেউ নেই। ছবিগুলো গতকাল মঙ্গলবারের।
ওয়াকওয়ের ওপাশে নদীর একাংশ দখল করে সম্প্রতি স্থাপন করা হয়েছে এই ভবনটি।
ওয়াকওয়ের ওপাশে নদীর একাংশ দখল করে সম্প্রতি স্থাপন করা হয়েছে এই ভবনটি।
ভাসমান আবর্জনায় ভরাট হয়ে গেছে নদীর সঙ্গে সরাসরি সংযুক্ত খালের একাংশ।
ভাসমান আবর্জনায় ভরাট হয়ে গেছে নদীর সঙ্গে সরাসরি সংযুক্ত খালের একাংশ।
আদাবর স্লুইসগেট-সংলগ্ন এলাকায় নদীতে ফেলা হয় বর্জ্য।
আদাবর স্লুইসগেট-সংলগ্ন এলাকায় নদীতে ফেলা হয় বর্জ্য।
খালের পাড়ে প্লাস্টিক বর্জ্যের স্তূপ।
খালের পাড়ে প্লাস্টিক বর্জ্যের স্তূপ।
বাঁশের বেষ্টনী দিয়ে নদীর একাংশ দখল করা হয়েছে।
বাঁশের বেষ্টনী দিয়ে নদীর একাংশ দখল করা হয়েছে।