উখিয়ায় বাঁশ-বোঝাই ট্রাক উল্টে রোহিঙ্গাসহ ৪ জন নিহত

ট্রাকে থাকা বাঁশ যাত্রীবাহী চারটি টমটম ও চারটি অটোরিকশার ওপরে গিয়ে পড়ে। ছবি: আবদুল কুদ্দুস
ট্রাকে থাকা বাঁশ যাত্রীবাহী চারটি টমটম ও চারটি অটোরিকশার ওপরে গিয়ে পড়ে। ছবি: আবদুল কুদ্দুস

কক্সবাজারের উখিয়ায় বাঁশ-বোঝাই ট্রাক উল্টে পড়ার ঘটনায় তিন রোহিঙ্গাসহ চারজন নিহত হয়েছেন। আহত অন্তত ১০ জন। আজ সোমবার সকালে উখিয়ার কাস্টমঘাট এলাকায় (বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক সংলগ্ন) ট্রাকটি উল্টে গেলে বাঁশের বোঝা চারটি টমটম ও চারটি অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে বাঁশ-চাপায় এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত তিন রোহিঙ্গা হলেন উখিয়ার বালুখালী শিবিরের নূর কায়েস (২৫), টেকনাফের লেদা আলীখালী শিবিরের তসরিন আকতার (২০) ও তাঁর ২৭ দিন বয়সী মেয়ে মোশরফা আকতার। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি হলেন রোহিঙ্গা শিবিরে কর্মরত বেসরকারি সংস্থা ‘মুক্তি-কক্সবাজার’-এর মাঠকর্মী রোজিনা আকতার (২৩)। তাঁর বাড়ি উখিয়ার বালুখালী পানবাজার এলাকায়। নিহত ব্যক্তিরা সবাই ব্যাটারি-চালিত টমটমের যাত্রী ছিলেন।

উখিয়ার কাস্টমঘাট এলাকায় বাঁশ-বোঝাই ট্রাকটি উল্টে যায়। ছবি: আবদুল কুদ্দুস
উখিয়ার কাস্টমঘাট এলাকায় বাঁশ-বোঝাই ট্রাকটি উল্টে যায়। ছবি: আবদুল কুদ্দুস



আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বালুখালী রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রাকে বাঁশ বোঝাই করে কক্সবাজার থেকে উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরে নেওয়া হচ্ছিল। ট্রাকে ধারণক্ষমতার অতিরিক্ত বাঁশ বোঝাই করা হয়েছিল। উখিয়ার কাস্টমঘাট এলাকায় ট্রাকটি উল্টে যায়। ট্রাকের ওপরে থাকা বাঁশ গিয়ে পড়ে পাশ দিয়ে যাওয়া যাত্রীবাহী চারটি টমটম ও চারটি অটোরিকশার ওপর। এতে টমটম ও অটোরিকশায় থাকা আরোহীরা হতাহত হন।

উল্টে যাওয়া ট্রাকটিতে ধারণক্ষমতার অতিরিক্ত বাঁশ বোঝাই করা হয়েছিল। ছবি: আবদুল কুদ্দুস
উল্টে যাওয়া ট্রাকটিতে ধারণক্ষমতার অতিরিক্ত বাঁশ বোঝাই করা হয়েছিল। ছবি: আবদুল কুদ্দুস

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা প্রথম আলোকে বলেন, সড়কের গর্তে একটি চাকা পড়লে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা বাঁশের চাপায় ঘটনাস্থলে চারজন নিহত হন। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে উখিয়ার হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।