মাদক মামলায় একজনের ৫ বছর কারাদণ্ড

কারাদণ্ড দিয়েছেন আদালত
কারাদণ্ড দিয়েছেন আদালত

বাগেরহাটে মাদক মামলায় একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ফারুক হোসেন হাওলাদার। তিনি খুলনার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) শরৎ চন্দ্র মজুমদার প্রথম আলোকে বলেন, ২০১৫ সালের ২৯ আগস্ট বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশ থেকে ৫০টি ইয়াবা বড়িসহ পুলিশ ফারুক হোসেনকে আটক করে। ওই ঘটনায় বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মঈনউদ্দিন বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রমেশ চন্দ্র রায় তদন্ত শেষে একই বছর ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ ওই রায় দেন।