গাড়ির গায়ে রিকশাচিত্র!

>পঞ্চাশের দশক থেকে রিকশাচিত্রের জনপ্রিয়তা বাড়তে থাকে। সিনেমার তারকাদের মুখ, ফুল ও পাতার বর্ণিল নকশা উঠে আসে রিকশার গায়। রিকশার গায় রিকশাচিত্র তো থাকেই, তাই বলে ব্যক্তিগত গাড়ির গায়! অস্বাভাবিক কিন্তু দৃষ্টিনন্দন। এমনই একটি ব্যক্তিগত গাড়ির দেখা মিলল রাজধানীর গুলশান এলাকায়। গাড়ির হলদে গায় শিল্পী ফুটিয়ে তুলেছেন বর্ণিল সব মোটিফ ও বক্তব্য। চালকের সঙ্গে কথা বলে জানা গেল, গাড়িটি আগে ব্যবহার করতেন সংগীতশিল্পী আনুশেহ। এখন এটি ব্যবহার করছেন তাঁর চাচা। ছবিগুলো বুধবার গুলশান-২ এলাকার।
রিকশাচিত্রের ঐতিহ্যবাহী নকশা ও মোটিফ উঠে এসেছে গাড়িটির গায়।
রিকশাচিত্রের ঐতিহ্যবাহী নকশা ও মোটিফ উঠে এসেছে গাড়িটির গায়।
শুধু নকশা ও মোটিফ নয়, রয়েছে নানা বক্তব্যও।
শুধু নকশা ও মোটিফ নয়, রয়েছে নানা বক্তব্যও।
গাড়ির পেছনের দিকের নকশায় ফুল, পাতা ও পাখির মোটিফ।
গাড়ির পেছনের দিকের নকশায় ফুল, পাতা ও পাখির মোটিফ।
‘রেগে গেলেন তো হেরে গেলেন’।
‘রেগে গেলেন তো হেরে গেলেন’।
রং ও নকশার মধ্যে রয়েছে পরামর্শও।
রং ও নকশার মধ্যে রয়েছে পরামর্শও।
গাড়ির ওপরের অংশও বাদ যায়নি। ‘জয় মা’ শব্দ দুটি ঘিরে নানা নকশা।
গাড়ির ওপরের অংশও বাদ যায়নি। ‘জয় মা’ শব্দ দুটি ঘিরে নানা নকশা।