নাটোরে ৩ জেএমবি 'সদস্য' আটক

নাটোর সদর উপজেলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে উপজেলার রুইয়েরভাগ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে নাটোর র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (৩০), আমজাদ হোসেন (৪২) ও জহির উদ্দিন (৪০)। জাহিদুল ইসলাম নাটোরের গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আমজাদ হোসেনের বাড়ি বড়াইগ্রাম উপজেলার গোনাইহাটি গ্রামে। জহির উদ্দিনের বাড়ি লালপুর উপজেলার চৌষডাঙ্গা গ্রামে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন নাটোর র‍্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী নোমান। তিনি বলেন, আটক ব্যক্তিরা জেএমবির সক্রিয় সদস্য। তাঁরা রুইয়েরভাগ এলাকার একটি গোরস্থানের পাশে নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন। তাঁদের কাছ থেকে কিছু জিহাদি বই ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

শিবলী নোমান আরও জানান, গত ১৪ মে রাজশাহীর গোদাগাড়ীর রামনগর ও চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি মধ্যচর থেকে যে চারজনকে আটক করা হয়, তাঁদের জিজ্ঞাসাবাদে এঁদের নাম আসে। এই ব্যক্তিরা কারাগারে আটক নাটোরের জঙ্গি আমির হামজার নেতৃত্বে সক্রিয় আছেন।