বিদেশের কেন্দ্রে পাসের হার ৯২.২৮ %

ঢাকা কলেজে এইচএসসির রেজাল্ট দেখছেন শিক্ষার্থীরা। ছবি: দীপু মালাকার
ঢাকা কলেজে এইচএসসির রেজাল্ট দেখছেন শিক্ষার্থীরা। ছবি: দীপু মালাকার

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বিদেশের সাত কেন্দ্রে গড় পাসের হার ৯২ দশমিক ২৮ শতাংশ।

আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হয়। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, বিদেশের ওই কেন্দ্রগুলোতে মোট পরীক্ষার্থী ছিলেন ২৮৫ জন। এর মধ্যে পাস করেছেন ২৬৩ জন। ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। একটি প্রতিষ্ঠান থেকে সবাই পাস করেছেন।

বিদেশের সাতটি কেন্দ্র হলো আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কাতারের দোহার বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ, জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।