৪১১ কার্টন আমদানিনিষিদ্ধ সিগারেটসহ গ্রেপ্তার ১

আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার তৌহিদুল আলম। ছবি: সংগৃহীত
আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার তৌহিদুল আলম। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪১১ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই সিগারেটসহ তৌহিদুল আলম (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএন বলছে, জব্দ করা সিগারেটের দাম সাড়ে ছয় লাখ টাকা।

তৌহিদুল আলমের বাড়ি চট্টগ্রাম জেলার ভূজপুর থানার সুয়াবিল গ্রামে। তিনি প্রায়ই দেশের বাইরে যাতায়াত করেন। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার মধ্যরাতে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন তৌহিদুল আলম। ভোর চারটার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ পেরিয়ে যাওয়ার সময় তাঁর গতিবিধি এপিবিএন সদস্যদের সন্দেহজনক মনে হয়। তাঁরা তৌহিদুলের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করতে শুরু করেন। তল্লাশির একপর্যায়ে তাঁর কাছে আমেরিকান ব্র্যান্ডের ৪১১ কার্টন সিগারেট পাওয়া যায়। বাংলাদেশে আমদানিনিষিদ্ধ এসব সিগারেটের আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা।