সরিষাবাড়ীতে পাটকলে তালা, শ্রমিকদের বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে আলহাজ পাটকলে তালা ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই পাটকলে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। বেতন-ভাতা পরিশোধ না করেই আজ শনিবার পাটকলে তালা ঝুলিয়ে দেওয়ায় বিক্ষোভ করছেন শ্রমিকেরা।

বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন, পাটকলের প্রায় তিন হাজার শ্রমিক দুই মাস ধরে বেতন পাচ্ছিলেন না। বেতনের দাবিতে আন্দোলন করে আসছিলেন তাঁরা। এরই মধ্যে ১ জুলাই ১২৬ জন শ্রমিককে ছাঁটাই করে পাটকল কর্তৃপক্ষ। আজ সকালে পাটকলে তালা ঝুলিয়ে চলে গেছেন সব কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, হঠাৎ পাটকলে তালা ঝুলিয়ে দেওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খণ্ড খণ্ড বিক্ষোভ করছেন তাঁরা। সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ দেখা যাচ্ছে।

এ ঘটনায় পাটকল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি।

আলহাজ পাটকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের ১২৬ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া। পাটকল কর্তৃপক্ষ এসব দাবি না মেনেই পাটকলে তালা দিয়েছে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, সহিংসতা এড়াতে পাটকল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।