ভিন্ন 'জার্সি'তে সম্ভাব্য প্রার্থীদের মহড়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে এভাবে নানা বয়সী কর্মী-সমর্থক নেচে-গেয়ে আনন্দ করে। ছবি: সাইফুল ইসলাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে এভাবে নানা বয়সী কর্মী-সমর্থক নেচে-গেয়ে আনন্দ করে। ছবি: সাইফুল ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের সমাবেশে দলের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল এবং শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়কে আজ শুধু মানুষ আর মানুষ।

দলের একাধিক নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের জোরালো উপস্থিতি দেখানোর জন্যই সমাবেশে শোডাউন করেছেন। এসব নেতা নিজের কর্মী-সমর্থকদের জন্য ফুটবল দলের জার্সির আদলে অভিন্ন রঙের টি-শার্ট সরবরাহ করেছেন। তাঁদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় জলও সরবরাহ করা হয়। নেতাদের কর্মী-সমর্থকদের জার্সির রং ভিন্ন ভিন্ন হওয়ায় কোন নেতা কী পরিমাণ কর্মী জড়ো করতে পরেছেন, সে বিষয়ে সহজে ধারণা পাওয়া যাচ্ছিল।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগে জোর আলোচনা আছে, বর্তমান সংসদে আছেন, দলের এমন উল্লেখযোগ্যসংখ্যক সাংসদ আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না। দলের মধ্যে মনোনয়নের লড়াইয়ে এসব সাংসদের প্রতিদ্বন্দ্বী যাঁরা আছেন, সমাবেশে তাঁদের কর্মী-সমর্থকদের তৎপরতাই বেশি দেখা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিচ্ছিলেন, তখনো এসব নেতার কর্মী-সমর্থকেরা ঢোল-বাদ্য বাজিয়ে নেচে-গেয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। তাঁদের এই ধরনের তৎপরতায় সাধারণ কর্মী-সমর্থকদের অনেককেই বিরক্তি প্রকাশ করতেও দেখা গেছে।

সাংসদ পদে দলের মনোনয়ন প্রার্থীর সমর্থকেরা নৌকা বহন করে আনছেন সমাবেশস্থলে। ছবি: সাইফুল ইসলাম
সাংসদ পদে দলের মনোনয়ন প্রার্থীর সমর্থকেরা নৌকা বহন করে আনছেন সমাবেশস্থলে। ছবি: সাইফুল ইসলাম

মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, কলকাতা থেকে ডি-লিট উপাধি পাওয়াসহ নানা সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শনিবার গণসংবর্ধনা দেয় আওয়ামী লীগ।
সমাবেশে কর্মী-সমর্থকদের নিজেদের নেতার ছবি-সংবলিত টি-শার্ট গায়ে দিয়ে মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে। যেসব নেতার কর্মী-সমর্থকদের তৎপরতা বেশি লক্ষ করা গেছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন মহি, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সাংসদ এখলাছ উদ্দিন মোল্লাহ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।

কর্মী-সমর্থকেরা অভিন্ন জার্সি পরে আসছেন সংবর্ধনাস্থলে। ছবি: সাইফুল ইসলাম
কর্মী-সমর্থকেরা অভিন্ন জার্সি পরে আসছেন সংবর্ধনাস্থলে। ছবি: সাইফুল ইসলাম

বর্তমান সাংসদদের মধ্যে সাবের হোসেন চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, ইলিয়াছ উদ্দিন মোল্লাহ, কাজী নাবিল আহমেদ, আসলামুল হকসহ ঢাকার আশপাশের আরও যাঁরা সাংসদ আছেন, তাঁদের কর্মী-সমর্থকেরাও ঢোল-বাদ্য পিটিয়ে সরব থেকেছেন।