জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীকে পিটিয়ে আহত

কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিবিএ ভবনের সামনে তাঁকে পিটিয়ে আহত করা হয়। পরে আহত অবস্থায় সহপাঠীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।

আহত ওই শিক্ষার্থীর নাম রাকিবুল রাকিব। তিনি নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মারধরে তাঁর নাক ফেটে যায়। তিনি ছাত্র ফেডারেশনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একজন সংগঠক।

ঢামেক হাসপাতালে রাকিবুল রাকিব সাংবাদিকদের বলেন, ‘দুপুর একটার দিকে আমি বিবিএ ভবনের সামনে একা দাঁড়িয়েছিলাম। এ সময় ১২-১৪ জন ছাত্রলীগ কর্মী আমাকে ডেকে “তুই ছাত্র ফেডারেশন করিস, তোদের এত সাহস ছাত্রলীগের সমালোচনা করিস, প্রধানমন্ত্রীর সমালোচনা করিস” এসব বলে এলোপাতাড়ি মারধর করেন।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘রাকিব কোটা সংস্কার আন্দোলনের এবং প্রগতিশীল ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।’

অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে কেউ এ বিষয়ে বলেনি। আমরা জানিও না, কারা রাকিবুলের ওপর হামলা করেছে।’