চট্টগ্রামে পশুর ট্রাক থেকে চাঁদা নেওয়ার সময় গ্রেপ্তার ১

চট্টগ্রামে পশুবাহী ট্রাক থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. হৃদয় ওরফে বাবু। রোববার রাত ১০টার দিকে নগরের খুলশী থানার জিইসি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) হারুন অর রশীদ হাযারী রাতে প্রথম আলোকে বলেন, পশুবাহী ট্রাক থেকে কেউ টাকা নিচ্ছে কি না তা তদারকি করতে এলে হাতেনাতে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২০ টাকা উদ্ধার করা হয়। ট্রাক থেকে টাকা নেওয়ার আর সুযোগ পাননি। এই ঘটনায় খুলশী থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তার বাবুকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে—কেন, কার নির্দেশে পশুবাহী ট্রাক থেকে টাকা আদায় করছেন।
উল্লেখ্য, ‘চট্টগ্রামে পশুর ট্রাক থেকে চাঁদাবাজি’ শিরোনামে শনিবার প্রথম আলোয় শেষ পৃষ্ঠায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।