রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

রাজধানীর বাংলামোটরের ইস্কাটনে মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। আজ রোববার সন্ধ্যার দিকে ইস্কাটন এলাকার ইস্টার্ন টাওয়ারের সামনে বৃদ্ধকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। পরে রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ওই বৃদ্ধের নাম আবুল হোসেন ফরাজী (৬৫)। তাঁর বাড়ি জামালপুরের ইসলামপুর থানার ফরাজীপড়ায়।

পথচারী ও প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসটি তাঁকে ধাক্কা দেয়। পরে মাইক্রোবাসের চালক নেমে এসে পথচারী ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আবুল হোসেন ফরাজীর ভাতিজা রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর চাচার মৃত্যু হয়েছে। তিনি দুই ছেলে এক মেয়ের জনক।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) তমেজ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঢামেক হাসপাতালে গিয়ে চালককে আটক ও মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে গেছেন।