কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ 'র‍্যাম্প মডেল' গ্রেপ্তার

ইয়াবা পাচারের অভিযোগে কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই তরুণীকে। ছবি: মাদকদ্রব্য অধিদপ্তরের সৌজন্যে
ইয়াবা পাচারের অভিযোগে কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই তরুণীকে। ছবি: মাদকদ্রব্য অধিদপ্তরের সৌজন্যে

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেলে গ্রেপ্তার ওই তরুণী নিজেকে র‍্যাম্প শোর মডেল হিসেবে পরিচয় দিয়েছেন বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।

গ্রেপ্তার তরুণীর নাম কান্তা আক্তার (২৪)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদরের নয়াপাড়া এলাকায়।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল প্রথম আলোকে বলেন, তাঁর কাছ থেকে ২০০ পিচ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণী বিমানবন্দরে প্রবেশ করেন। এ সময় তিনি হাতব্যাগে করে কৌশলে এসব ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে প্রবেশের সময় তল্লাশিফটকে ধরা পড়েন ওই তরুণী। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখায়। সোমেন মণ্ডল জানিয়েছেন, গ্রেপ্তার কান্তা আক্তারকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।