মেছোবাঘটির জায়গা হলো চিড়িয়াখানায়

রূপগঞ্জে এলাকাবাসীর হাতে ধরা পড়ে মেছোবাঘের এই শাবক। ছবি: সংগৃহীত
রূপগঞ্জে এলাকাবাসীর হাতে ধরা পড়ে মেছোবাঘের এই শাবক। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জব্দ মেছোবাঘের শাবকটির জায়গা হয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। বুধবার সকালে চিকিৎসার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করা হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কয়েতপাড়া এলাকায় স্থানীয় লোকজনের হাতে এটি ধরা পড়ে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, এলাকাবাসী চিতাবাঘ ভেবে শাবকটিকে আটক করে। আটকের সময় বাঘটির মাথা শরীরে ক্ষত সৃষ্টি হয়েছে। চিতাবাঘের শাবক হিসেবে আটক করা হলেও এটি মূলত মেছোবাঘের শাবক। বুধবার সকালে আহত বাঘটিকে চিকিৎসার জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে এই বাঘের আধিক্য থাকলেও গাজীপুর, ধামরাইয়েও কখনো কখনো এই প্রজাতির বাঘের দেখা মেলে। বাঘের বিচরণভূমিগুলোয় খাবারের সংকট দেখা দিলে তারা লোকালয়ে চলে আসে। ধারণা করা হচ্ছে, আশপাশের অঞ্চলে কিছুসংখ্যক মেছোবাঘের অস্তিত্ব রয়েছে।

রূপগঞ্জ চনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, এলাকাবাসী হাতে আটক হওয়ার পর শাবকটিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আসে।