চলে গেলেন সিস্টার ক্যাথরিন

সিস্টার ক্যাথরিন গনজালভেস
সিস্টার ক্যাথরিন গনজালভেস

চলে গেলেন সাহসী যোদ্ধা সিস্টার ক্যাথরিন গনজালভেস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি গত বছরের মে মাস থেকে অসুস্থ ছিলেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

১৯৭১ সালে সিস্টার ক্যাথরিন গনজালভেস মেহেরপুরের ভবেরপাড়ার ‘সেন্ট বারথলোনিয়া কাপিতানিও অরফানেজ’ মিশনে থাকতেন। মুক্তিযুদ্ধে তিনি নানাভাবে সহযোগিতা করতেন। স্থায়ীয় নারীরা তাঁর কাছে আশ্রয় নিতেন।

১৯৪০ সালে ২৮ অক্টোবর গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার ভূরুরিয়া গ্রামের সিস্টার ক্যাথরিন গনসালভেস জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম লুইজি গনসালভেস ও মায়ের নাম ক্লেমেনতিনা রোজারিও।