এখনো বেপরোয়া চালক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের পরও সড়কে শৃঙ্খলা ফেরেনি। স্কুল-কলেজের ছেলেমেয়েরা রাস্তায় নেমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে, দেশের জনপরিবহনের গলদগুলো কোথায় এবং কীভাবে সেসব গলদ দূর করা সম্ভব। কিন্তু আমরা শিক্ষা নিয়েছি কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা থেমে নেই সড়কে মৃত্যুর মিছিল। ইতিমধ্যে ট্রাফিক সপ্তাহ ও মাস পালিত হয়েছে। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। ২০০৯ সালে সরকার ঘোষণা করেছিল, ফিটনেসবিহীন গাড়ি আর চলবে না। তার বাস্তবায়ন হয়নি। ছবিগুলো রোববারের।
আগে যাওয়ার প্রতিযোগিতায় কয়েকটি বাস। চলন্ত বাস থেকে যাত্রী নামানো হচ্ছে। বাংলামোটর, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ
আগে যাওয়ার প্রতিযোগিতায় কয়েকটি বাস। চলন্ত বাস থেকে যাত্রী নামানো হচ্ছে। বাংলামোটর, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ
মহাসড়কের সড়ক বিভাজকের ভাঙা অংশ দিয়ে ইউ টার্ন নিচ্ছে একটি প্রাইভেট কার। মাতুয়াইল, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
মহাসড়কের সড়ক বিভাজকের ভাঙা অংশ দিয়ে ইউ টার্ন নিচ্ছে একটি প্রাইভেট কার। মাতুয়াইল, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
আগে যাওয়ার প্রতিযোগিতায় ৩টি যাত্রীবাহী বাস। এভাবে প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। শ্যামলী, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
আগে যাওয়ার প্রতিযোগিতায় ৩টি যাত্রীবাহী বাস। এভাবে প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। শ্যামলী, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
চলন্ত বাসেই তোলা হচ্ছে যাত্রী। ঝুঁকিতে পড়ছে শিশুরাও। বিমানবন্দর সড়ক, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: সাজিদ হোসেন
চলন্ত বাসেই তোলা হচ্ছে যাত্রী। ঝুঁকিতে পড়ছে শিশুরাও। বিমানবন্দর সড়ক, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: সাজিদ হোসেন
বাসে প্রবেশের মুখ বন্ধ করে দিয়েছে অন্য বাসটি। শাহবাগ, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ
বাসে প্রবেশের মুখ বন্ধ করে দিয়েছে অন্য বাসটি। শাহবাগ, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ
তেলবাহী ট্যাংকারের চালক মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত। পেছনে আটকে আছে অ্যাম্বুলেন্স। শনির আখড়া, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
তেলবাহী ট্যাংকারের চালক মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত। পেছনে আটকে আছে অ্যাম্বুলেন্স। শনির আখড়া, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
যত্রতত্র চলাচলের কারণে সৃষ্টি হয় এমন যানজটের। তোপখানা রোড, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
যত্রতত্র চলাচলের কারণে সৃষ্টি হয় এমন যানজটের। তোপখানা রোড, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
সিগারেট মুখে যাত্রীবাহী বাসের চালক। কারওয়ান বাজার, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
সিগারেট মুখে যাত্রীবাহী বাসের চালক। কারওয়ান বাজার, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
জেব্রা ক্রসিং মানছেন না গাড়ি চালকেরা। বিমান সড়ক, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: সাজিদ হোসেন
জেব্রা ক্রসিং মানছেন না গাড়ি চালকেরা। বিমান সড়ক, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: সাজিদ হোসেন
বাস থামার নির্ধারিত স্থানে থামছে না বাস। বাংলামোটর, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ
বাস থামার নির্ধারিত স্থানে থামছে না বাস। বাংলামোটর, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ