'বোমা লিটন' গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থেকে লিটন ওরফে ‘বোমা লিটনকে’ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহাদত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। লিটনের নামে রাজধানীর বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে ১১টি মামলা রয়েছে।

ডিবি সূত্র জানায়, কয়েক দিন আগে লিটনের সহযোগী রুবেল, রবিন ও মিলনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ওয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় লিটনকে। লিটন তাঁর সহযোগীদের নিয়ে বিভিন্ন এলাকায় ডাকাতিও করতেন। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। তবে বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি হয়নি।