উপবৃত্তি পেলেন স্নাতকের পৌনে ৩ লাখ শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২ লাখ ৭৯ হাজার ২৭২ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৫১ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ১২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৪ হাজার ৯০০ টাকা করে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আজকেই প্রত্যেকের হাতে টাকা চলে যাবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপবৃত্তি পাওয়া মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ২ লাখ ৫ হাজার ২৯০ জন এবং ছাত্র ৭৩ হাজার ৯৮২ জন। ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম জাকির হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক এবং ডাচ-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ।