বিএনপি জোটের প্রার্থী যাঁরা

বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট ২৯৮ আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এরা সবাই ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন।

এই প্রার্থী তালিকা আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বিএনপির একটি সূত্র জানায় দুটি আসনে জোটের প্রার্থী থাকছে। তবে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার চূড়ান্ত তালিকা সংবলিত চিঠিতে সই করেছেন।

চিঠিতে জোটের যেসব দলের নিবন্ধন নেই সেসব দলের প্রার্থীদেরও বিএনপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আছে জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও জাপা (জাফর)।

দুটি আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়নি। জানা গেছে, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপি সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচন করবেন। আর কক্সবাজার– ২ আসনে আছেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি লড়বেন।

এদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খন্দকার মোশারফ হোসেন দুটি করে আসনে ভোট করছেন।

চূড়ান্ত মনোনীত প্রার্থীর তালিকা:

রংপুর বিভাগ:
পঞ্চগড় -১ ব্যরিস্টার মুহম্মদ নওশাদ জমির (বিএনপি), পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ (বিএনপি), ঠাকুরগাঁও - ১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), ঠাকুরগাঁও-২ মো. আব্দুল হাকিম(বিএনপি), ঠাকুরগাঁও – ৩ মো. জাহিদুর রহমান (বিএনপি), দিনাজপুর-১ মোহাম্মদ হানিফ(বিএনপি), দিনাজপুর -২ মো. সাদিক রিয়াজ(বিএনপি), দিনাজপুর - ৩ সৈয়দ জাহাঙ্গীর আলম(বিএনপি), দিনাজপুর -৪ মো. আকতারুজ্জামান মিয়া (বিএনপি), দিনাজপুর - ৫ এ. জেড. এম. রেজওয়ানুল হক(বিএনপি), দিনাজপুর-৬ মো. আনোয়ারুল ইসলাম (বিএনপি), নীলফামারী -১ রফিকুল ইসলাম (বিএনপি), নীলফামারী-২ মো. মনিরুজ্জামান মন্টু (বিএনপি), নীলফামারী-৩ মো. আজিজুল ইসলাম (বিএনপি), নীলফামারী -৪ আমজাদ হোসেন সরকার (বিএনপি), লালমনিরহাট - ১ মো. হাসান রাজীব প্রধান (বিএনপি), লালমনিরহাট - ২ মা. রোকন উদ্দিন বাবুল (বিএনপি), লালমনিরহাট - ৩ আসাদুল হাবিব দুলু (বিএনপি), রংপুর - ১ মো. রহমতউল্লা (বিএনপি), রংপুর -২ মোহাম্মদ আলী সরকার (বিএনপি), রংপুর -৩ রিটা রহমান (বিএনপি), রংপুর -৪ মোহাম্মদ এমদাদুল হক ভরসা (বিএনপি), রংপুর-৫ মো. গোলাম রব্বানী (বিএনপি), রংপুর -৬ মো. সাইফুল ইসলাম (বিএনপি), কুড়িগ্রাম -১ সাইফুর রহমান রানা (বিএনপি), কুড়িগ্রাম - ২ আমসা আমিন (গণফোরাম), কুড়িগ্রাম -৩ তাসভীর উল ইসলাম (বিএনপি), কুড়িগ্রাম -৪ আজিজুর রহমান (বিএনপি), গাইবান্ধা-১ মো. মাজেদুর রহমান(বিএনপি), গাইবান্ধা -২ মো. আব্দুর রশীদ সরকার(বিএনপি), গাইবান্ধা -৩ ড. টি. আই.এম ফজলে রাব্বী চৌধুরী (বিএনপি), গাইবান্ধা -৪ ফারুক কবির আহমেদ (বিএনপি), গাইবান্ধা -৫ ফারুক আলম সরকার (বিএনপি)।

রাজশাহী বিভাগ:
জয়পুরহাট -১ মো. ফজলুর রহমান (বিএনপি), জয়পুরহাট -২ এ ই এম. খলিলুর রহমান (বিএনপি), বগুড়া–১ কাজী রফিকুল ইসলাম (বিএনপি), বগুড়া–২ মাহমুদুর রহমান মান্না (বিএনপি), বগুড়া-৩ মাছুদা মোমিন (বিএনপি), বগুড়া-৪ মো. মোশারফ হোসেন (বিএনপি), বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ (বিএনপি), বগুড়া-৬ মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), বগুড়া-৭ মোরশেদ মিল্টন (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ-১ মো. শাহজাহান মিঞা (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ -২ মো. আমিনুল ইসলাম (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ -৩ মো. হারুনুর রশীদ (বিএনপি), নওগাঁ-১ মো. ছালেক চৌধুরী (বিএনপি), নওগাঁ-২ মো. সামসুজ্জোহা খান (বিএনপি), নওগাঁ -৩ পারভেজ আরেফিন সিদ্দিকি (বিএনপি), নওগাঁ–৪ আবু হায়াত মোহাম্মাদ সামসুল আলম প্রামাণিক (বিএনপি), মো. জাহিদুল ইসলাম ধলু (বিএনপি), নওগাঁ–৬ আলমগীর কবির (বিএনপি), রাজশাহী -১ মো. আমিনুল হক (বিএনপি), রাজশাহী–২ মো. মিজানুর রহমান মিনু (বিএনপি), রাজশাহী–৩ মোহাম্মদ শফিকুল হক মিলন (বিএনপি), রাজশাহী–৪ মো. আবু হেনা (বিএনপি), রাজশাহী -৫ নাদিম মোস্তফা (বিএনপি), রাজশাহী–৬ মো. আবু সাইদ চাঁদ (বিএনপি), নাটোর–১ মনজুরুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ), নাটোর–২ সাবিনা ইয়াসমিন (বিএনপি), নাটোর–৩ মো. দাউদার মাহমুদ (বিএনপি), নাটোর -৪ মো. আব্দুল আজিজ (বিএনপি), সিরাজগঞ্জ–১ রুমানা মোর্শেদ কনকচাঁপা (বিএনপি), সিরাজগঞ্জ -২ রুমানা মাহমুদ (বিএনপি), সিরাজগঞ্জ-৩ আব্দুল মান্নান তালুকদার (বিএনপি), সিরাজগঞ্জ-৪ মো. রফিকুল ইসলাম খান (বিএনপি), সিরাজগঞ্জ -৫ মো. আমিরুল ইসলাম খান (বিএনপি), সিরাজগঞ্জ -৬ এম এ মুহিত (বিএনপি), পাবনা -১ অধ্যাপক আবু সাইয়িদ (গণফোরাম), পাবনা -২ এ কে এম সেলিম রেজা হাবিব (বিএনপি), পাবনা-৩ কে এম আনোয়ার ইসলাম (বিএনপি), পাবনা-৪ মো. হাবিবুর রহমান হাবিব (বিএনপি), পাবনা-৫ মো. ইকবাল হোসেন (বিএনপি)।

খুলনা বিভাগ:
মেহেরপুর–১ মাসুদ অরুণ (বিএনপি), মেহেরপুর–২ মো. জাভেদ মাসুদ (বিএনপি), কুষ্টিয়া–১ রেজা আহম্মেদ (বিএনপি), কুষ্টিয়া–২ মোহাম্মাদ আহসান হাবীব লিংকন (বিএনপি), কুষ্টিয়া–৩ মো. জাকির হোসেন সরকার (বিএনপি), কুষ্টিয়া–৪ সৈয়দ মেহেদি আহমেদ রুমী (বিএনপি), চুয়াডাঙ্গা–১ মো. শরীফুজ্জামান (বিএনপি), চুয়াডাঙ্গা–২ মাহমুদ হাসান খান (বিএনপি), ঝিনাইদহ–১ আসাদুজ্জামান (বিএনপি), ঝিনাইদহ–২ মো. আব্দুল মজিদ (বিএনপি), ঝিনাইদহ-৩ মো. মতিয়ার রহমান (বিএনপি), ঝিনাইদহ -৪ মো. সাইফুল ইসলাম ফিরোজ (বিএনপি), যশোর -১ মো. মফিকুল হাসান তৃপ্তি (বিএনপি), যশোর-২ আবু সাঈদ মুহা. শাহাদৎ হুসাইন (বিএনপি), যশোর–৩ অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি), যশোর–৪ টি এস আইয়ুব (বিএনপি), যশোর–৫ মুহাম্মদ ওয়াক্কাস (বিএনপি), যশোর -৬ মো. আবুল হোসেন আজাদ (বিএনপি), মাগুরা–১ মো. মনোয়ার হোসেন (বিএনপি), মাগুরা–২ নিতাই রায় চৌধুরী (বিএনপি), নড়াইল–১ জাহাঙ্গীর বিশ্বাস (বিএনপি), নড়াইল–২ এ জেড এম ফরিদুজ্জামান (বিএনপি), বাগেরহাট–১ মো. শেখ মাসুদ রানা (বিএনপি), বাগেরহাট -২ এম এ সালাম (বিএনপি), বাগেরহাট-৩ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সেখ (বিএনপি), বাগেরহাট-৪ মো. আব্দুল আলীম (বিএনপি), খুলনা–১ আমির এজাজ খান (বিএনপি), খুলনা–২ নজরুল ইসলাম মঞ্জু (বিএনপি), খুলনা–৩ রকিবুল ইসলাম (বিএনপি), খুলনা–৪ আজিজুল বারী হেলাল (বিএনপি), খুলনা-৫ মিয়া গোলাম পরোয়ার (বিএনপি), খুলনা-৬ মো. আবুল কালাম আজাদ (বিএনপি), সাতক্ষীরা–১ মো. হাবিবুল ইসলাম হাবিব (বিএনপি), সাতক্ষীরা-২ মুহাম্মাদ আব্দুল খালেক (বিএনপি), সাতক্ষীরা–৩ মো. শহিদুল আলম (বিএনপি), সাতক্ষীরা-৪ জি এম নজরুল ইসলাম (বিএনপি)।