প্রার্থী কারাগারে, প্রচারে ভাই

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির প্রার্থী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন ওরফে টুকু। তিনি ছয় মাস ধরে কারাগারে। তাই সুলতানের অনুপস্থিতিতে অপর ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলমের নেতৃত্বে চলছে নির্বাচনী কর্মকাণ্ড। তাঁদের অভিযোগ, নির্বাচন পরিচালনা করতে গিয়ে সরকারি দল দ্বারা নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের।

এ আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন সুলতান সালাউদ্দিনের বড় ভাই বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর সালাম পিন্টু উপমন্ত্রী হন। ২০০৮ সালের জানুয়ারিতে সালাম পিন্টু ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন। ফলে ওই বছর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে সালাম পিন্টু অংশ নিতে পারেননি। পরিবর্তে তাঁর ভাই সুলতান সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। সে নির্বাচনে সুলতান সালাউদ্দিন আওয়ামী লীগের প্রার্থী খন্দকার আসাদুজ্জামানের কাছে পরাজিত হন।

এবার এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করছেন দলের জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ওরফে ছোট মনি। প্রতীক পাওয়ার পর থেকে তানভীর পুরোদমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ, গণসংযোগ করছেন। কিন্তু বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন কারাগারে থাকায় তাঁর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন তাঁর ভাই শামছুল আলম।