অসুস্থ লতিফ সিদ্দিকীকে ঢাকায় নেওয়া হচ্ছে

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হয়। ছবি: প্রথম আলো
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হয়। ছবি: প্রথম আলো

আমরণ অনশনে থাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে কিছু চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি ঢাকায় চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

আজ বেলা দুইটার দিকে লতিফ সিদ্দিকীকে নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার পথে রওনা হয়। এর আগে সকাল সাড়ে নয়টায় তাঁকে চিকিৎসকদের পরামর্শে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ সুজাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার পর তাঁকে গ্লুকোজ স্যালাইন দেওয়ার চেষ্টা করা হলেও তিনি তা গ্রহণ করেননি। পরে তাঁকে লবণ পানির স্যালাইন ও প্রোটিন স্যালাইন দেওয়া হয়। তাঁর হৃৎস্পন্দন অনেক কমে যাওয়ায় এবং রক্তচাপ বেড়ে যাওয়ায় তিনি ঢাকায় চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাঁকে এখান থেকে ছুটি দেওয়া হয়।

লতিফ সিদ্দিকীর সমর্থকেরা জানিয়েছেন, চিকিৎসারত অবস্থায়ও তিনি কোনো ওষুধ বা খাবার খাননি। তিনি তাঁর দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো খাদ্যই গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন।

গত রোববার কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী জনসংযোগে গেলে লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা করে চারটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই দিন দুপুর থেকেই তিনি টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন ধর্মঘট শুরু করেন।