'এটি লেভেল প্লেয়িং ব্রিজ'

ধানের শীষ ও আপেল প্রতীকের পোস্টার। চাঁপাইনবাবগঞ্জ, ২৫ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
ধানের শীষ ও আপেল প্রতীকের পোস্টার। চাঁপাইনবাবগঞ্জ, ২৫ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জ শহরে মহানন্দা নদীর ওপর রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। সেতুটির ওপর ল্যাম্প পোস্টগুলোতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা নূরুল ইসলামের পোস্টার ও প্ল্যাকার্ড টাঙানো দেখা যায়। তবে কোথাও বিএনপি সমর্থিত মো. হারুনুর রশীদের পোস্টার চোখে পড়েনি।

এ নিয়ে ‘আমের রাজ্যে আপেলের প্রচার নিয়ে কৌতূহল’ শীর্ষক প্রতিবেদন আজ মঙ্গলবার প্রথম আলো পত্রিকায় প্রকাশ হয়। এরপর আজ দুপুরের দিকে ব্রিজটির ছয়টি ল্যাপ পোস্টে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের পোস্টার টাঙানো দেখা যায়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার প্রথম আলোকে বলেন, ‘এখন এটি লেভেল প্লেয়িং ব্রিজ’।