আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থীর ভিডিও বার্তা

আল-আমিন মোল্লা
আল-আমিন মোল্লা

‘প্রতিপক্ষ যাঁরা আছেন, তাঁরা আমাদের যে হুমকি দিচ্ছেন এবং বাধা দিচ্ছেন, তা থেকে বিরত থাকুন। তা না হলে আমরা ভোটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’ প্রতিপক্ষের উদ্দেশে এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন, মাদারীপুর-২ (একাংশ সদর ও রাজৈর) আসনের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আল-আমিন মোল্লা।

আল-আমিন মোল্লা জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত রোববার তাঁর ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়েছে।

ভিডিও বার্তায় দেখা যায়, আল-আমিন মোল্লা নির্জন স্থানে দাঁড়িয়ে কথা বলছেন। তাঁর পরনে পাঞ্জাবি। ভিডিওর শুরুতে তিনি রাজৈরের সব সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আগামী একাদশ সংসদ নির্বাচনে  সিংহ মার্কার ওপর যে আবেগ অনুভূতি দেখেছি, তাই আমি কিছু বলতে চাই। আগামী নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলের প্রার্থী বিভিন্ন মন্তব্য করছে। আপনারা কেউ গুজবে কান দেবেন না। আমি ৩০ তারিখ সন্ধ্যা পর্যন্ত আপনাদের সঙ্গে আছি, থাকব।’

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘রাজৈরবাসীর উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যেই আমার এই নির্বাচনে অংশগ্রহণ। আমি আমার ভোটারদের জন্যই আন্দোলনে নেমেছি। আমি আশা করছি রাজৈরের মানুষ এই অধিকার আদায়ের সংগ্রামে থাকবে এবং শেষ পর্যন্ত থাকবে। কারণ, অধিকার কেউ কখন কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়।’

বিরোধী পক্ষের উদ্দেশে আল-আমিন মোল্লা বলেন, ‘হুমকি দিয়ে কোনো লাভ হবে না। যদি হুমকি বা বাধা আসে, তবে আমরা প্রতিরোধ গরে তুলব। আমি চাই না, রাজৈরের স্থিতিশীলতা নষ্ট হোক, সামাজিক অবস্থা নষ্ট হোক। রাজৈর এলাকাজুড়ে ভারসাম্য রাজনৈতিক অবস্থা বজায় রাখুন।’ আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খানের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের মাদারীপুরের সংসদ সদস্যের প্রতি মানুষের অনেক আস্থা আছে। রাজৈরে যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে তাঁর প্রতি আহ্বান করছি।’

ভোটারদের আশ্বস্ত করে ভিডিও বার্তার শেষে তিনি বলেন, ‘আমি সাধারণ জনতাকে বলব, আপনার ভোট আপনি দেবেন। যাঁকে খুশি তাঁকে দিয়ে ভোটকেন্দ্রে দাঁড়িয়ে থেকে ভোট গুনে নিয়ে যাবেন। যাঁকে সাধারণ মানুষ নির্বাচিত করবে, তিনি সুন্দর একটি রাজৈর উপহার দেবেন।’

জানতে চাইলে আল-আমিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমার সমর্থক ও কর্মীরা নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন। তাঁদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। কিন্তু সব বাধা পেরিয়ে নানা সামাজিক যোগাযোগমাধ্যম ও নির্বাচনী এলাকায় আমরা প্রচার করে যাচ্ছি। নিরপেক্ষ ভোট হলে, আমরা জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত।’

এ সম্পর্কে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ‘দল থেকে আল-আমিন মোল্লা মনোনয়ন চাননি। আমরা আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৌকার পক্ষে কাজ করছি। আমরা তাঁকে নির্বাচন থেকে সরে যেতে অনুরোধ করেছি, চিঠি দিয়েছি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’