বিএনপির পরাজয় সুনিশ্চিত: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ । ফাইল ছবি
তোফায়েল আহমেদ । ফাইল ছবি

ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির পরাজয় সুনিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু্ই–তৃতীয়াংশ আসন নিয়ে আবার সরকার গঠন করবেন। ৩০ ডিসেম্বর একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে চলেছে। ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুলের পথসভায় তাঁর পক্ষে ভোট চেয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বোরহানউদ্দিন উপজেলার হাসপাতাল রোডে এ সভা করা হয়। বুধবার দুপুর থেকেই পথ সভাস্থলে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে দলে দলে মানুষ পথসভায় যোগ দিতে শুরু করে। তাঁদের হাতে ছিল নৌকা, বইঠা, লগিসহ বিভিন্ন নেতার ছবি।

আলী আজম মুকুল বলেন, ‘৩০ ডিসেম্বর একটি ভোট ভিক্ষা দিয়ে আমাকে নির্বাচিত করুন। যেন সৎ-কর্মকাণ্ড দিয়ে আপনাদের সেবক হিসেবে বেঁচে থাকতে পারি’।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, বিএনপির পরাজয় সুনিশ্চিত! প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২-৩ শতাংশ আসন নিয়ে আবার সরকার গঠন করবে। ৩০ ডিসেম্বর একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে চলেছে। ভোলার মানুষ যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। ভোলায় সত্তরের মতো নৌকার পক্ষে গণজোয়ার। ভোলার চারটি আসনই আওয়ামী লীগের জন্য নিশ্চিত।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জয়ী হলে ভোলার গ্রামগুলোকে সকল সুযোগ-সুবিধা দিয়ে শহরে পরিণত করা হবে। বোরহানউদ্দিনে গ্যাস সংযোগ আছে। ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে। ভোলায় শিল্প কল-কারখানা নির্মাণ হবে।

বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আব্দুর জব্বার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম গজনবী, বাণিজ্যমন্ত্রীর মেয়ে তাসনিম আহমেদ, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম প্রমুখ।