বাবার স্বপ্ন কাঁধে নিয়েছি

নওগাঁ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন জলিলের নির্বাচনী গণসংযোগ। গত মঙ্গলবার সদর উপজেলার হাঁসাইগাড়ী এলাকায়।  প্রথম আলো
নওগাঁ-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন জলিলের নির্বাচনী গণসংযোগ। গত মঙ্গলবার সদর উপজেলার হাঁসাইগাড়ী এলাকায়। প্রথম আলো

‘আমার বাবা আমৃত্যু দেশের জন্য, এই নওগাঁবাসীর জন্য কাজ করে গেছেন। নওগাঁর মানুষের কাছে তিনি ছিলেন তুমুল জনপ্রিয় একজন মানুষ। এ জন্যই নওগাঁবাসী বারবার তাঁকে ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেছেন। আজ তিনি বেঁচে নেই বটে, কিন্তু তাঁর স্মৃতি আজও মানুষের মনে রয়ে গেছে। ভোটের মাঠে নেমে আমি তা বুঝতে পারছি। নানা বয়সের আর শ্রেণিপেশার মানুষ আমাকে দেখতে আসেন। বয়োজ্যেষ্ঠ অনেকে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তাঁরা আমার মাথায় হাত বুলিয়ে মঙ্গল কামনা করেন। এই মানুষদের কাছে থেকে দেখে বাবার কথা খুব মনে পড়ে। তিনি এই মানুষগুলোর জন্য কাজ করার স্বপ্ন দেখতেন। বাবার স্বপ্ন আমার কাঁধে তুলে নিয়েছি। সুখে-দুঃখে আমি এই মানুষদের পাশে থাকব।’

নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা এভাবে প্রকাশ করেন নওগাঁ-৫ (সদর) আসনের আওয়ামী লীগের তরুণ প্রার্থী নিজাম উদ্দিন জলিল (জন)। তিনি আইন বিষয়ে উচ্চতর পড়াশোনা করেছেন লন্ডনে।

নির্বাচনী প্রচার শুরুর অল্প দিনেই ব্যাপক সাড়া ফেলেছেন জলিলপুত্র। তিনি গণসংযোগ, উঠান বৈঠক, কর্মী ও নারী সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন সাংসদ নির্বাচিত হলে নওগাঁয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। এখানে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবেন। নওগাঁ শহরে যানজট নিরসনে উড়ালসড়ক নির্মাণ করবেন। কলকারখানার উন্নয়নে নওগাঁয় গ্যাস আনা হবে। তাঁর এলাকার প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেবেন।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের এক জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন। এ সভায় ভোটারদের উদ্দেশে নিজাম উদ্দিন জলিল বলেন, ‘আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। নওগাঁ হবে একটি শান্তির পথ। আমার ছায়াতলে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান হবে না। সাংসদ নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নওগাঁ ও এলাকার উন্নয়নে নতুন নতুন কলকারখানা কীভাবে গড়ে তোলা যায়, সে ব্যাপারে উদ্যোগ নিতে চাই।’

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নওগাঁ-৫ আসন। মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৭০১ জন। ১৯৯১ সালের পর এই আসনে বিএনপি দুবার ও আওয়ামী লীগ তিনবার জয় পেয়েছে।

এই আসনে আরও দুজন প্রার্থী ভোটে লড়ছেন। জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ধলু) ধানের শীষ নিয়ে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আশরাফুল ইসলাম হাতপাখা নিয়ে নির্বাচন করছেন।