পুলিশের মাইক্রো ও বিএনপি নেতার বাড়িতে আগুন

চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী এলাকায় পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস জ্বালিয়ে দিয়েছেন বিএনপির ক্ষুব্ধ কর্মীরা। একটি মাঠে ক্রিকেট খেলার সময় বিএনপি কর্মীদের পুলিশ ধাওয়া দিলে ক্ষুব্ধ কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন এবং গাড়িতে আগুন দেন। এ ঘটনায় হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আলমগীর হোসেনসহ তিনজন আহত হয়েছেন।

এরপর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান ও যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরের বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেন আওয়ামী লীগের কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি গুলি ছোড়ে।

হাইমচর থানার ওসি শেখ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার ১০টি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এতে ২০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলমগীর বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ চলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।