ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি মামার বাড়ির আবদার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: প্রথম আলো
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: প্রথম আলো

জাতীয় ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবিকে মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

নির্বাচনে বিজয়ী হওয়ায় সোমবার সকালে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গ্রামের বাড়ি পানিয়ারূপে আনিসুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিজয় মিছিল বন্ধ হওয়ায় কসবায় সকাল ৯টা থেকেই বিভিন্ন সংগঠন আইনমন্ত্রী আনিসুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। দলীয় নেতা-কর্মীরা আনিসুল হকের গ্রামের বাড়ি  পানিয়ারূপে ভিড় করতে থাকেন ফুলের ঝুড়ি নিয়ে। সকাল ১০টায় প্রথমেই ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কসবা প্রেসক্লাব। কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খানের নেতৃত্বে প্রেসক্লাবের ১১ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল মন্ত্রীকে শুভেচ্ছা জানায়।

কসবা টি আলী অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট একটি শিক্ষক দল মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলা জাতীয় পার্টি, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মাহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগের নেতারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সমালোচনা করে আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া ভালো ছেলে নয়। সে লন্ডনে বসে মানুষ মারার পরিকল্পনা করে। আপনাদেরকে সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা পুনর্নির্বাচন চায়। এটা কি মামার বাড়ির আবদার না কি? জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউছার ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী মো. আজহারুর ইসলাম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভূইয়া।