'হ্যাটট্রিক' তিনজনের, নতুন সাংসদ দুজন

শফিকুর রহমান ও নূরুল আমিন
শফিকুর রহমান ও নূরুল আমিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। এর মধ্যে তিনটি আসনে দলটির প্রার্থীরা জয়ের ‘হ্যাটট্রিক’ করেছেন। অপর দুটি আসনে দুজন প্রার্থী প্রথমবারের মতো সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।

হ্যাটট্রিক করা তিনজন হলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তম। তাঁরা ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।

এবার চাঁদপুর-১ আসনে মহীউদ্দীন খান আলমগীর পান ১ লাখ ৯৬ হাজার ৮৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোশারফ হোসেন পান ৭ হাজার ৭৫৯ ভোট। চাঁদপুর-৩ আসনে দীপু মনি পান ৩ লাখ ৪ হাজার ৮১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ ফরিদ আহমেদ পান ৩৫ হাজার ৫০১ ভোট। চাঁদপুর-৫ আসনে রফিকুল ইসলাম পান ৩ লাখ ১ হাজার ৬৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মমিনুল হক পান ৩৭ হাজার ১৯৫ ভোট।

অপর দুই আসনের মধ্যে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে নূরুল আমিন ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান প্রথমবার সাংসদ হয়েছেন। এ দুজনের মধ্যে শফিকুর রহমান ২০০১ সালে ও ২০০৮ সালে নির্বাচন করেও জয়ী হতে পারেননি। নূরুল আমিন প্রথমবার নির্বাচন করেই বিপুল ভোটের ব্যবধানে জয় পেলেন। চাঁদপুর-৪ আসনে শফিকুর রহমান পান ১ লাখ ৭৩ হাজার ৩৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হারুনুর রশিদ পান ৩০ হাজার ৭৯৯ ভোট। চাঁদপুর-২ আসনে নূরুল আমিন পান ৩ লাখ ১ হাজার ৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জালাল উদ্দিন পান ১০ হাজার ২৭৭ ভোট।