দুটি আসন পেয়েও আনন্দ-নিরানন্দের দোলাচলে বিএনপি

সংসদ নির্বাচনে সারা দেশের চিত্রের সঙ্গে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের অবস্থার কোনো মিল নেই। সারা দেশে যেখানে বিএনপি তথা ঐক্যফ্রন্টের শোচনীয় ভরাডুবি হয়েছে, সেখানে চাঁপাইনবাবগঞ্জে তারা সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটি বিএনপি দখল করতে সক্ষম হয়েছে। এরপরও আনন্দ-নিরানন্দের দোলাচলে আছেন এখানকার বিএনপির নেতা–কর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী, দলের যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘এখানে আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি। ভোটের আগের দিনও বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানকার ভোটাররা জুলুম অন্যায়ের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আমাকে বিজয়ী করেছে। এ জন্য আমি ও আমাদের নেতা–কর্মীরা আনন্দিত। কিন্তু সারা দেশের নির্বাচন নিয়ে আমরা চরমভাবে হতাশ।’ এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের নামে এটা একটা তামাশা হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই আমার সিদ্ধান্ত।’