মরে যাচ্ছে কেরানীগঞ্জের খালটি

বুড়িগঙ্গা নদীর তীরে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ, তেলঘাট থেকে শুরু খালটির প্রবেশপথ। চলে গেছে বাঘৈর রাজেন্দ্রপুর পর্যন্ত। স্থানীয় লোকজন কালীগঞ্জ-রাজেন্দ্রপুর খাল বলেন এটিকে। কালীগঞ্জের খালটির প্রবেশমুখ থেকে কদমতলী বাজার পর্যন্ত ফেলা ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে আছে। আবার খালটির অনেক জায়গায় দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা। কদমতলী বাজারের বেগুনবাড়ির স্থায়ী বাসিন্দা মো. নাদের মিয়া (৭৬) জানালেন, এ খাল দিয়ে একসময় নৌকা চলেছে, ছেলে–পুলেরা মাছ ধরত, কিন্তু খালের আশপাশের এলাকার মানুষ ময়লা ফেলতে ফেলতে খালটি ভরাট করে ফেলেছে, কেউ কারও কথা শোনে না।
১ / ৭
কালীগঞ্জের এই অংশটি খালটির প্রবেশমুখ। নৌকা ভিড়িয়ে জট করে রাখা হয়েছে।
কালীগঞ্জের এই অংশটি খালটির প্রবেশমুখ। নৌকা ভিড়িয়ে জট করে রাখা হয়েছে।
২ / ৭
দুইপাশে বহুতল মার্কেট দাঁড়িয়ে
দুইপাশে বহুতল মার্কেট দাঁড়িয়ে
৩ / ৭
জোড়া ব্রিজ গলি থেকে খালটি আবর্জনায় পুরোটা ঢাকা
জোড়া ব্রিজ গলি থেকে খালটি আবর্জনায় পুরোটা ঢাকা
৪ / ৭
স্থানীয় লোকজন নিয়মিত ময়লা–আবর্জনা ফেলেন খালটিতে
স্থানীয় লোকজন নিয়মিত ময়লা–আবর্জনা ফেলেন খালটিতে
৫ / ৭
খালের পাশের মার্কেটগুলো থেকেও আবর্জনা ফেলা হয়
খালের পাশের মার্কেটগুলো থেকেও আবর্জনা ফেলা হয়
৬ / ৭
পূর্ব আগানগর অংশে দেখা মিলল অল্প কিছু দূষিত পানির
পূর্ব আগানগর অংশে দেখা মিলল অল্প কিছু দূষিত পানির
৭ / ৭
অনেক স্থানে দখলে করে গড়ে উঠেছে স্থাপনা
অনেক স্থানে দখলে করে গড়ে উঠেছে স্থাপনা