স্ত্রীসহ ডিসিসির সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম ও তাঁর স্ত্রী চিকিৎসক রেশমা মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আজ সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে প্রকৌশলী মো. আবদুস সালামের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৩৬৪ টাকার সম্পদ অজানা উৎস থেকে আয়ের অভিযোগ আনা হয়েছে। চিকিৎসক রেশমা মজুমদার শম্পা ওরফে রেশমা সালামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি তাঁর স্বামী আবদুস সালামের অবৈধ উপায়ে অর্জিত ১ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৫৮৫ টাকা নিজের নামে দেখিয়ে স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন। ওই সম্পদ তিনি (শম্পা) তাঁর নিজের আয়কর নথিতেও দেখিয়েছেন।