চট্টগ্রামে বস্তিতে আগুন, মা ও মেয়ের মৃত্যু

আগুন। প্রতীকী ছবি
আগুন। প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের কলসিদিঘির পাড়ের একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শিউলি আকতার ওরফে নাসিমা (৩৫) ও মেয়ে লামিয়া (৭)। নাসিমার স্বামীর নাম কালু মিয়া। তিনিও এ ঘটনায় আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলসিদিঘির বাকের আলী টেকের বস্তিতে আগুন লাগে। এতে মা ও মেয়ে পুড়ে মারা যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি অংশ নেয়। রাত নয়টার দিকে আগুন নেভানো হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত ভট্টাচার্য বলেন, আগুন লাগার পর মা ও মেয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেছিল বলে মনে হচ্ছে। মেয়েকে রক্ষার জন্য পানির ড্রামের ওপর বসিয়ে রেখেছিলেন মা। পরে দুজনের লাশই ওই জায়গা থেকেই উদ্ধার করা হয়।