আখ কিনতে গিয়ে সংঘর্ষে ক্রেতা নিহত, গ্রেপ্তার ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে আখ কিনতে গিয়ে বিক্রেতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ক্রেতার মৃত্যু হয়েছে। উপজেলার সরারচর বাজারে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইয়াছির মিয়া (৫২)। এ ঘটনায় রোববার উপজেলার খালেকের ভান্ডা গ্রামের শামীম মিয়া (২৮) ও শাহিন মিয়া (২৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামে আবুল কাসেম নামের এক ব্যক্তি আখ বিক্রি করেন। শনিবার সন্ধ্যায় কাসেমের কাছে আখ কিনতে যান ইয়াছির। এ সময় আখের দাম নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল কাসেমের আশপাশে থাকা লোকেরা মিলে ইয়াছিরকে মারধর করেন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। রোববার সকালে নিহত ইয়াছিরের ছেলে রাসেল মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।