২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া সহকারী সচিব গ্রেপ্তার

উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে নিজের পরিচয় দিতেন আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ব্যক্তি। পদবি বলতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব। কিন্তু আসলে আবুল কালাম আজাদ একজন প্রতারক। তবে সহকারী সচিব পরিচয় দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার কথা বলতেন তিনি। বিনিময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।

সোমবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান প্রথম আলোকে বলেন, আবুল কালাম আজাদ সম্প্রতি এক ব্যক্তিকে এসআই পদে চাকরি দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা হাতিয়ে নেন। তিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় এই টাকা নিয়েছিলেন। কিন্তু এই ব্যক্তি পরবর্তী সময়ে টাকা ফেরত দিতে পারেননি। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তে প্রতারক আবুল কালাম আজাদের সম্পৃক্ততা জানা যায়। এর পরিপ্রেক্ষিতে মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এভাবে প্রতারণা করে পুলিশ বাহিনীসহ সরকারি বিভিন্ন দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে আসছিলেন তিনি। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।