বগুড়া জিলা স্কুল মাঠে কলেজছাত্র ছুরিকাহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় দিনদুপুরে সরকারি আজিজুল হক কলেজের হাসিবুল হাসান (২২) নামের এক ছাত্র ছুরিকাহত হয়েছেন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বগুড়া জিলা স্কুল মাঠে এই ঘটনা ঘটে। তবে ছুরিকাহতের সঠিক কারণ পুলিশ বলতে পারেনি।

হাসিবুল হাসান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিষয়ে সম্মান শ্রেণির শিক্ষার্থী এবং কাহালু উপজেলার মালঞ্চ উত্তরপাড়ার ওমর আলীর ছেলে । বগুড়া শহরের কলোনি এলাকার ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে বগুড়া জিলা স্কুল মাঠে যান হাসিবুল। এ সময় দুই তরুণ তাঁদের ওপর হামলা করে। একপর্যায়ে হাসিবুলকে ছুরিকাহত করে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে টহল পুলিশ হাসিবুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাসপাতালের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ জানান, আহত ওই রোগী এখন শঙ্কামুক্ত।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। থানায় কোনো মামলাও হয়নি।