এএসপি করোনায় আক্রান্ত গুজব ছড়িয়ে গ্রেপ্তার ২

ফেনীতে একজন পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন—এমন গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ফেনী সদর উপজেলার মঠবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলাম রাসেল (২৯) ও কাজীরবাগ গ্রামের আবদুল আহাদ (২২)। 

এ ঘটনায় ফেনীর গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক (এসআই) কাজী গোলাম মহিউদ্দিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ফেনী সদর মডেল থানায় মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। আবু তাহের নামের অপর আসামি পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, ২৩ মার্চ ফেনীতে দুটি ফেসবুক আইডি থেকে একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন—এমন গুজব ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়। এর মধ্য দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা করা হয়। আদতে ফেনীতে কোনো পুলিশ কর্মকর্তা এ ধরনের ভাইরাসে আক্রান্ত হননি।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আজ মঙ্গলবার গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।