লাশ দাফনের পর জানা গেল করোনায় আক্রান্ত

নোয়াখালীর সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাঁর করোনায় সংক্রমণের বিষয়টি পরিবার নিশ্চিত হয়েছে লাশ দাফনের পর। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করাতে যান জ্বর ও শ্বাসকষ্টে ভোগা ছাতারপাইয়া ইউনিয়নের ওই ব্যক্তি (৫৫) ও তাঁর ছেলে (২৫)। পরবর্তী সময়ে বাবার অসুস্থতা বেড়ে গেলে তাঁকে নোয়াখালীর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। রাতেই মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ইসলামিক ফাউন্ডেশনের লোকজন তাঁর লাশ দাফন করেন।

সূত্রটি জানায়, বুধবার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে অসুস্থ ওই ব্যক্তি ও তাঁর ছেলের নমুনা পরীক্ষার ফলাফল পৌঁছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুজনেরই করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তাঁদের বাড়ি লকডাউন করতে গিয়ে শোনেন, করোনায় আক্রান্ত বাবা আগের দিন রাতে মারা গেছেন এবং তাঁর লাশ দাফন হয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিভাগের লোকজন বাড়ি লকডাউন করতে গিয়ে বাবার মৃত্যুর বিষয়টি জানতে পারেন। এ নিয়ে সেনবাগে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। অপরজন উপজেলার কেশারপাড় ইউনিয়নের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯ জন, সুবর্ণচরে ২, চাটখিলে ১, সেনবাগে ৮, কোম্পানীগঞ্জে ১ ও কবিরহাটে ২ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় শনাক্ত হলেন ৪৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ১১ জন। তাঁদের মধ্যে ৬ জনই বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।