কুমিল্লায় এক দিনে সর্বোচ্চ ১০০ রোগী শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লা জেলায় আজ রোববার এক দিনেই সর্বোচ্চ ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৯ এপ্রিলের পর জেলায় এক দিনে এত সংখ্যক রোগী শনাক্ত এটাই প্রথম।

এ নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনসহ ১৭টি উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৭১ জন। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।

নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৩৬ জন, দেবীদ্বার উপজেলায় ১৮, লাকসামে ১৬, নাঙ্গলকোটে ৯, চৌদ্দগ্রামে ৬, মনোহরগঞ্জ ও বরুড়া উপজেলায় ৪ জন করে, হোমনায় ৩, আদর্শ সদর, বুড়িচং ও মেঘনা উপজেলায় ১ জন করে রয়েছেন।

আজ কুমিল্লা সিটি করপোরেশনের মনোহরপুর এলাকায় ৬৮ বছরের একজন এবং লালমাইয়ের বাকই উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামে ৬০ বছরের একজন করোনায় মারা গেছেন। এ নিয়ে জেলায় ২৮ জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, কুমিল্লা শহর ও বিভিন্ন উপজেলায় প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। জনগণকে নিরাপদে ঘরে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।