ঝড়ে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের বরগুনা বন্ধুসভার সহায়তা

নগদ অর্থসহায়তা পেয়ে খুশি এই ভিক্ষুক দম্পতি। ছবি: প্রথম আলো
নগদ অর্থসহায়তা পেয়ে খুশি এই ভিক্ষুক দম্পতি। ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ৩০ ব্যক্তিকে আর্থিক সহায়তা দিয়েছে প্রথম আলো বরগুনা বন্ধুসভা। বন্ধুদের নিজেদের অর্থায়নে রোববার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ সহায়তা দেওয়া হয়।

প্রত্যেক ব্যক্তিকে নগদ ৫০০ টাকা দেওয়া হয়েছে। বন্ধুসভার সদস্যরা সারা দিন উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এ সহায়তা তুলে দেন।

সহায়তা পেয়ে বরগুনা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের আমতলা পাড়ের বাসিন্দা আলেয়া বেগম বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেও মারা যায়। স্বজন হারানোর শোক নিয়ে বেঁচে আছি। এমন দুই দিনে ৫০০ টাকা আমার কাছে ঈদের আনন্দের মতো।’

নগদ ৫০০ টাকা পেয়ে খুশি আরেক ভিক্ষুক। ছবি: প্রথম আলো
নগদ ৫০০ টাকা পেয়ে খুশি আরেক ভিক্ষুক। ছবি: প্রথম আলো

শহরের মাছ বাজার সেতুর ওপর হুইলচেয়ারে বসে ভিক্ষা করেন মো. জসীম। সহায়তা পেয়ে তিনি বলেন, ‘কোনো দিন স্বপ্নেও দেখিনি একত্রে এতগুলো টাকা হাতে পাব। এটা আমার কাছ আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো।’

জবেদ আলী নামের আরেক অসচ্ছল ব্যক্তি তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে বাজারে বাজারে ভিক্ষা করেন। তিনি ৫০০ টাকা পেয়ে বলেন, ‘এই টাকা দিয়ে আজ ভালো খাবার খাব আমরা। কয়েক মাস ধরে ভিক্ষা করে এক-দুই শ টাকা পাই না।’

বরগুনা বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুজন রায় মনতোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান খান এই টাকা বিতরণ করেন।