গোপালগঞ্জে মাত্র ১১ দিনে ১০০ করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ১ চিকিৎসকসহ নতুন ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০০ জন।

গত ৯ এপ্রিল টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীর শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম শনাক্তের সংখ্যা ১০০ পূর্ণ হয়েছে ১ মাস ৯ দিনে, দ্বিতীয় ১০০ পূর্ণ হলো মাত্র ১১ দিনে।

আজ সোমবার দুপুরে সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মুকসুদপুর উপজেলায় তিনজন, কোটালীপাড়ায় তিন, টুঙ্গিপাড়ায় এক চিকিৎসকসহ দুজন, সদরে এক ও কাশিয়ানী উপজেলায় একজন রয়েছেন। তাঁদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৬৯ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। করোনায় এ পর্যন্ত মারা গেছেন একজন।